ভাদু হত্যায় ধৃত আরও ৩ 

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:ভাদু শেখ হত্যায় পুলিশের জালে আরও তিন জন। ভাদু শেখকে খুনের অভিযোগে শেরা শেখ, রাজা শেখ ও সঞ্জু শেখকে গ্রেফতার করল পুলিশ। তিনজনকে মালদা ও ঝাড়গ্রাম থেকে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ। ভাদু খুনে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৪। এদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। জেলা পুলিস গোপন সূত্রে খবর পায় যে ধৃত এই তিনজন ঝাড়খণ্ডে পালানোর চেষ্টায় রয়েছে। খবর পাওয়ার পরেই সীমান্তবর্তী এলাকায়া ফোর্স পাঠায় তারা। এরপরেই গ্রেফতার হয় ওই তিনজন।   গুরুত্বপূর্ণ বিষয় হল এই ধৃতদের মধ্যে থাকা সঞ্জু শেখের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিবিআই তদন্তে যেমন অগ্নিসংযোগের ফলে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে, সেরকমই ভাদু শেখের খুনের ঘটনায় জেলা পুলিসের তরফে এখনও অবধি চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ভাদু শেখ খুনের ঘটনার পিছনে থাকা কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিস। এই ঘটনায় এর আগে যাকে গ্রেফতার করা হয় সেই হানিফ আগ্নেয়াস্ত্রের জোগান দেয় এই তিনজনকে। এদিকে বগটুই গণহত্যা কাণ্ডের ১০ দিনের মাথায় আতঙ্ক কাটিয়ে গ্রামে ফিরছেন স্বজনহারা মিহিলাল শেখ এবং তাঁর পরিবার। জানা গিয়েছে, আজ, বুধবার তাঁরা সবাই গ্রামে ফিরছেন। প্রশাসনের তরফে তাঁদের বগটুই গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্বজনহারাদের গ্রামে ফেরার আহ্বান জানিয়েছিলেন। পুলিশ সবরকম নিরাপত্তার ব্যবস্থা করবে বলে আশ্বস্ত করেন মমতা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।