অমরনাথ বদ্রীনাথ যাত্রীদের জন্য সুখবর 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: গত দু’বছর অতিমারি সংক্রমনের পর আবারো জনজোয়ারের দেখা মিলবে অমরনাথে এতে তো কোনো সন্দেহই নেই । বাংলার শ্রাবণ মাস হল এই অমরনাথ যাত্রার সবথেকে আদর্শ মাস। জুন-জুলাই মাসের মধ্যেই অমরনাথ বদ্রিনাথ যাত্রীদের সুবিধার্থের জন্যই এখন থেকেই বিভিন্ন পরিকল্পনায় কর্তৃপক্ষ। শুক্রবার , সরকারী কর্মকর্তা  ও  সদস্যদের সাথে এই নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন জম্মু বিভাগীয় কমিশনার রাঘব ল্যাঙ্গার । ল্যাঙ্গার জানান যে “কোভিড মহামারীর কারণে ৩,৪৪০  মিটার উচ্চতায় অবস্থিত মন্দিরে 2020 এবং 2021 যাত্রাগুলি শুধু নিয়ম পালনের জন্য পরিচালিত হয়েছিল এবং এই বছর তীর্থযাত্রীদের সংখ্যা খুব বেশি হবে তাই যাত্রীদের সুবিধার্থে আগাম ব্যবস্থা করা হচ্ছে “। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই, ২০ হাজার বাসস্থান তৈরির ব্যবস্থা করা হচ্ছে। সেই অনুসারে এখনো পর্যন্ত রামবান জেলার চান্দেরকোটে একটি ৩০০০ শয্যা বিশিষ্ট যাত্রী নিবাস নির্মাণ করা হয়েছে। এর পাশাপাশি এই বছরের  মন্দিরে তীর্থযাত্রার সময় যানবাহন এবং তীর্থযাত্রীদের গতিবিধি ট্র্যাক করার জন্য রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) ব্যবহার করা হবে। সকল তীর্থযাত্রীদের RFID ট্যাগ কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন রাঘব। একজন সরকারী মুখপাত্র জানান এরসাথে  শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও ভাল আলোর ব্যবস্থা, আরও বাসস্থান কেন্দ্র এবং  ভাল কন্ট্রোল রুম পরিষেবা প্রদানের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সবকিছু নিয়েই বলা যেতে পারে , কোভিড সুরক্ষা বিধি মেনেই জনজোয়ারের দেখা অবশ্যই মিলবে মহাদেবের দরবারে। তার জন্যই যত তাড়াতাড়ি  কাজ এগিয়ে এগোতে পারে তারই প্রয়াসে এখন কর্তৃপক্ষ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।