“যান্ত্রিক গোলযোগে” ভারতীয় ক্ষেপণাস্ত্র পড়ল পাকিস্তানে

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: ঠিক যেন উলটপুরান।হামেশাই দেখা যায় পাকিস্তান থেকে বর্ডারে ছুটে আসছে গোলা-গুলি। কিন্তু এবার এপার থেকে ছুটে গেল ক্ষেপণাস্ত্র। পড়ল পাকিস্তানে। সেই নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে পাকিস্তানে। যদিও বিষয়টি স্বীকার করে নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, সম্পূর্ণ ‘‌ভুলবশত’‌ এই কাণ্ড ঘটেছে। এর জন্য প্রযুক্তিগত গলদকেই দায়ী করা হয়েছে কেন্দ্রের তরফে। ঘটনাটির সূত্রপাত গত বুধবার সেনার মহড়া চলার সময়। তখন ভারতীয় সেনার ওই ক্ষেপণাস্ত্র গিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। তারাই প্রথম জানায় হরিয়ানার সিরসার কাছে কোনও এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এমনকি পাকিস্তানের বায়ুসেনা ওই ক্ষেপণাস্ত্রটি প্রবেশ করতেও দেখেছে পাক পাঞ্জাবের মিলন চানু শহরে। এরপরই একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনাটির কথা স্বীকার করে। বিবৃতিতে ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।