আস্থা ভোটের আগেই ‘হার’ প্রধানমন্ত্রী ইমরান খানের

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: আস্থাভোটের আগেই ম্যাচ হেরে বসলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শরিক দল মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট (এমকিউএম) সরকার থেকে বেরিয়ে এসে হাত ধরেছে পাকিস্তান পিপলস পার্টির। পিপিপি চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি দলের টুইটার হ্যান্ডেলে টুুইট করে জানান, বিরোধী জোট এবং এমকিউএম সমঝোতায় পৌঁছেছে। কী বিষয়ে সমঝোতা হয়েছে, আগামীকাল সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হবে। এমকিউএম সরকার থেকে বেরিয়ে আসায় সংখ্যার নিরিখে বিরোধী শিবির এগিয়ে। তাদের মোট সদস্য ১৭৭। আর সরকারের হাতে রয়েছে ১৬৪জন। ৩৪২ আসন বিশিষ্ট পাকিস্তান পার্লামেন্টের ম্যাজিক ফিগার ১৭২।সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে দ্য ডন পত্রিকা জানিয়েছে, প্রধানমন্ত্রী পদে ইমরান খান আজই ইস্তফা দিতে পারেন। ইমরান খানের পাশাপাশি তাঁর দলের অনেকেরই অভিযোগ যে তাঁদের হারের পেছনে বিদেশি শক্তির মদত রয়েছে ইসলামাবাদে গত রবিবারের জনসভা থেকে পাক প্রধানমন্ত্রী বলেন, বিদেশি শক্তি তাঁর সরকার ফেলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না। ইমরানের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পিছনে সেই শক্তির হাত আছে কি না, তা বলা যাচ্ছে না। তবে গদি যে তিনি হারাচ্ছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।