নিজের অবসাদের গল্প শোনালেই মিলবে হাতেহাতে ১০ টাকা 

Spread the love

শ্রেয়া ঘোষ: এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি যে প্রকৃত বন্ধু মেলাই দুষ্কর। ভার্চুয়াল ফ্রেন্ডলিস্টে শয়ে বা হাজারের কোটায় বন্ধু। কিন্তু বাস্তবে, প্রকৃত প্রয়োজনে? একজনও নেই। আর সেই নির্বান্ধব জীবন থেকেই জন্ম নেয় “ডিপ্রেশন”। বন্ধুবিহীন জীবনে অবসাদ যাতে কারওর সঙ্গী না হয়ে ওঠে সেই দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন পুণের বাসিন্দা ২৪ বছরের রাজ ডাগওয়ার। তিনি চালু করেছেন, “টেল মি ইওর স্টোরি, আই উইল গিভ ইউ ১০ রুপিস”। এই প্ল্যাকার্ড হাতে তিনি দাঁড়িয়ে থাকেন পুণের রাস্তায়। আর সুখ-দুঃখের গল্প শোনেন পথচলতি মানুষের। চেষ্টা করেন তাঁদের অবসাদ থেকে বেরনোর টোটকা দিয়ে আলোর দিশা দেখাবার। পাশাপাশি অবসাদের গল্প বলার জন্য সেই অবসাদগ্রস্তের হাতেই গুঁজে দেন ১০টি টাকা। রাজ ডাগওয়ার বলেন, ” মাত্র ২১ বছর বয়সে আমি ডিপ্রেশন এর কবলে পড়ে এমন কাউকে পাইনি যে নির্দ্বিধায়, অবজ্ঞা, অবহেলা, তাচ্ছিল্য না করে প্রকৃত সহমর্মী হয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে। নিজেকে একাকীই যুদ্ধ করতে হয়েছে এই ডিপ্রেশন এর সাথে “। তেমনটা যাতে আর কাউকে না করতে হয় তার জন্যই তাঁর এই উদ্যোগ। তিনি বলেন, ডিপ্রেশন এমন একটা জিনিস যা কয়েক মুহূর্তে মানুষের মনোবলকে ভেঙে দেয় আর সেই মনোবল জোড়া লাগানোই আমার দায়িত্ব। “টেল মি ইওর স্টোরি, আই উইল গিভ ইউ ১০ রুপিস” – এর পাশাপাশিই তিনি ক্যাম্পেন করছেন #depressionmukt আর তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে আমজনতাই তাঁর নাম রেখেছে লিসেনার আর্মি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।