এই বসন্তের রঙ গেরুয়া 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: প্রচলিত আছে “উত্তর প্রদেশ যার দিল্লি তার” এই সুরে বিরোধীদের বক্তব্য  উত্তরপ্রদেশে হারলে বিজেপি গোটা দেশে হারবে। একেবারে বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে উত্তরপ্রদেশের আবারো‌ যোগীরাজ। গতকাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে বাজিমাত গেরুয়া শিবিরের (BJP)। সমস্ত বিরোধী পার্টিকে সাফ করে দিলেও ঘাড়ে নিশ্বাস ফেলছে একমাত্র আম আদমি পার্টি (AAP)।‌ উত্তর প্রদেশ, উত্তরাখান্ড ,মানিপুর , গোয়া চারটি রাজ্যে বিজেপির জয় হলেও ব্যতিক্রমী পাঞ্জাব। গোয়ায় তিনটি আসনে এবং পাঞ্জাবের সিংহাসনে AAP। গোয়াতে প্রথমবার TMC জোট বাঁধলেও ফলাফল হার এবং উত্তরপ্রদেশে TMCর প্রধান মুখ মমতা ব্যানার্জির প্রচার জেতাতে পারল না অখিলেশ কে। এই রেস টেনেই দিলীপ ঘোষ বলেন ,” দিদিমনি উত্তরপ্রদেশে নির্বাচনে ওখানে গিয়ে ছিলেন। হাথরাসের গল্প বলেছিলেন।এখান থেকে দিদিমণি গিয়ে উল্টোপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করে দিয়েছেন”। অন্যদিকে 2022 বিধানসভা ভোটে ধুলিস্যাৎ কংগ্রেস, পাঞ্জাবেও পারিবারিক রাজনীতি বজায় রাখতে ব্যর্থ রাহুল প্রিয়াঙ্কা জুটি। রাজনীতিবিদদের মত অনুযায়ী, ২০২৪ এ লোকসভা নির্বাচনে BJPর প্রধান বিরোধী একমাত্র AAPর হতে পারে। দিল্লির পর পাঞ্জাবে দাপটে এখন AAP। কেজরিওয়ালের দখলে ২ রাজ্য। কিন্তু রাজনীতির অংঙ্ক কষা এত সহজ নয়, তা বুঝিয়ে দিয়েছে ৪ রাজ্যে বিজেপির জয়জয়কার। উত্তরপ্রদেশে এই প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী তাঁর ৫ বছরের মেয়াদ শেষ করার পর ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। বৃহস্পতিবার লখনউয়ে বিজেপির কার্যালয়ে জনসমুদ্র। অকালে হোলি সমর্থকদের মধ্যে যেন এইবার বসন্তের রঙ গেরুয়া। জনসমুদ্রে ভাসতে ভাসতে আদিত্যনাথ বললেন, “ধর্মের রাজনীতি-যড়যন্ত্রের পাল্টা জবাব দিয়েছে মানুষ” এর সাথে তিনি ডাক দেন দিল্লিতে সরকার গঠনের। তার বক্তব্য অনুসারে , “কত চালে কত ধান” আদৌ ডবল ইঞ্জিন সরকার গড়তে পারবে কিনা বিজেপি তার জবাব দেবে আগামী লোকসভা নির্বাচন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।