রেল যাত্রীদের স্বস্তি দিতে ফিরছে ‘ পুরনো নিয়ম ‘

Spread the love

সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: দূরপাল্লার ট্রেনে যাত্রীদের সুবিধার্থে ফিরছে পুরনো নিয়ম। আর বহন করতে হবে না বালিশ, চাদর এবং কম্বল। করোনা পরিস্থিতির আগের মতোই ট্রেনেই এই সব জিনিস দেবে। এমনটাই নির্দেশ জারি করল ভারতীয় রেল। বৃহস্পতিবার সকল আঞ্চলিক রেলের জেনারেল ম্যানেজার একটি নির্দেশিকায় রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে ট্রেনের মধ্যে বিছানা এবং কম্বল প্রদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে। করোনা কালে সংক্রমন রুখতে এই সুবিধা তুলে নেওয়া হয়েছিল। বর্তমান সময়ে পরিস্থিতি স্বাভাবিকের পথে তাই রেল পরিষেবা ও যাত্রীদের সুবিধা ফিরিয়ে দিচ্ছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।