কলকাতা মেট্রোয় এবার কালার কোডিং?

Spread the love

সংবাদ সংস্থা: দিল্লি মেট্রোয় আগে থেকেই লাইনগুলোকে বিভিন্ন রং দিয়ে চিহ্নিত করা রয়েছে। এবার দেশের সব থেকে প্রাচীন ‘মেট্রো’ শহর কলকাতায় এবার মেট্রোয় চালু হচ্ছে কালার কোডিং ব্যবস্থা। বিশ্বের অন্যান্য শহরের মতো কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনকে এক একটি রং দিয়ে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছেন আধিকারিকরা। এর ফলে মেট্রোর মানচিত্র জানা না থাকলেও রং ধরে নির্দিষ্ট লাইনের মেট্রোয় চড়ে গন্তব্যে পৌঁছতে পারবেন যে কেউ। দেশের প্রথম মেট্রো লাইন অধুনা দক্ষিণেশ্বর – কবি সুভাষ শাখার রং হচ্ছে নীল। এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, দক্ষিণেশ্বর – কবি সুভাষ মেট্রো লাইনের রং হবে নীল, কবি সুভাষ – বিমানবন্দর মেট্রো লাইনের রং হবে কমলা, ইস্ট – ওয়েস্ট মেট্রো লাইনের রং হবে সবুজ, জোকা – বিবাদী বাগ মেট্রোর রং হবে বেগুনি ও নোয়াপাড়া বারাসত লাইন হবে হলুদ ও বরাহনগর – বারাকপুর লাইন হবে গোলাপি। যদিও মেট্রো কর্তৃপক্ষ প্রকাশ্যে এ বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।