হাওড়ায় উদ্ধার ৪০০ কেজি রুপো

Spread the love

সংবাদ সংস্থা: হাওড়া স্টেশনে পার্সেলে ফেলে রাখা বাক্স থেকে উদ্ধার হল প্রায় চারশো কিলো রুপোর গহনা ও বাট। আরও একটি বাক্স থেকে নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করে আরপিএফ। দীর্ঘদিন ধরেই রেলের পার্সেল ভ্যানে চোরাচালানের অভিযোগ রয়েছে। হাওড়া স্টেশনে ভুয়ো নথি হাতিয়ার করে চোরাই যন্ত্রাংশ, নিষিদ্ধ কফসিরাফ ও সোনা-রুপোর বাট পাচার করা হয়। বেশকয়েবার অভিযান চালিয়ে নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে আরপিএফ। শুক্রবার দুপুরে আরপিএফ হানা দেওয়ার পর বাক্সগুলি দাবিহীন ভাবে পড়ে থাকায় তা তুলে আনে রক্ষীরা।
সূত্রের খবর, বাক্সগুলি থেকে প্রায় চারশো কিলো রুপোর গহনা, বাট ও ৬০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আরপিএফের অনুমান, রুপোর বাটগুলি ডাউন রাজধানী এক্সপ্রেস ও কাফ সিরাপগুলি ডাউন বিভূতি এক্সপ্রেসে হাওড়া আসে। এগুলি যে ভুয়ো তথ্য দিয়ে বুকিং করা হয়েছিল সে সম্পর্কে নিশ্চিত রেলরক্ষীরা। সূত্রের মতে, অধিকাংশ ট্রেনেই এখন পার্সেল ভ্যান লিজে দেওয়ায় নিষিদ্ধ বহু সামগ্রী ভুয়ো তথ্য দিয়ে বুকিং করা হয়। এদিন এই আটক সামগ্রী কাস্টমসের হাতে তুলে দেওয়া হয় বলে আরপিএফ জানিয়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।