কোভিড টিকা নেওয়ার জন্যে কাউকে বাধ্য করা যাবেনা,নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। করোনার প্রভাব রুখতে এবং প্রতিরোধ গড়ে তুলতে বিশেষজ্ঞরা ভরসা রাখছিলেন করোনা ভ্যাকসিনেশনে। কিন্তু বহু মানুষের ডোজ সম্পূর্ণ হয়ে গেলেও অনেকেই এখনও টিকা নেননি । আর টিকা না নেওয়া থাকলে অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । বিদেশ ভ্রমণ হোক বা আন্তঃরাজ্য ভ্রমণ, সব জায়গায় ভ্যাকসিন বাধ্যতামূলক । অনেক জায়গায় সিনেমা হলে যেতে গেলেও দেখাতে হচ্ছে টিকাকরণের শংসাপত্র আর এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়,করোনা টিকা নেওয়ার ব্যাপারে কাইকে জোর করা যাবে না এবং সরকার কাউকে টিকা নিতে বাধ্য করতে পারে না। এছাড়াও সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন, টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হয়ে পড়ছেন কিনা সেই বিষয়ে জনগণ এবং চিকিৎসকদের কাছ থেকে জেনে সেই তালিকা জনসমক্ষে প্রকাশ বাধ্যতামূলক।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।