চতুর্থ ঢেউয়ের আতঙ্ক! উত্তরপ্রদেশে ১৪৪ ধারা জারি

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: Fourth wave আতঙ্কের আবহে Gautam Budh Nagar-এ ১৪৪ ধারা জারি করা হল।পুলিশ কমিশনারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ”ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি মোতাবেক কেউই কোনও বিক্ষোভ প্রদর্শন বা অনশন করতে পারবেন না। জনসমক্ষে পুজো বা নমাজ পাঠে অনুমতি নেই। পরীক্ষা চলাকালীন স্কুলে দুরত্ববিধি বজায় রাখতে হবে। সেই সঙ্গে প্রয়োজনীয় কোভিড বিধি মেনে চলতে হবে।”ফের চোখ রাঙাচ্ছে করোনা।তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসতেই কোভিডবিধি প্রত্যাহারের পরেই এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দেশে ধীর গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। এর জেরেই এবার উত্তরপ্রদেশের এক জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বহুক্ষেত্রে।গত ১৯ এপ্রিল থেকে এই জেলায় লাফিয়ে বাড়ছিল করোনা সংক্রমণ। রবিবার গৌতম বুদ্ধ নগরে নতুন করে ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। কমেছে মৃত্যুও। সোমবার নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫৭ জন।সরকারের তরফে বলা হয়েছে, এই সময়কালের মধ্যে কেউ কোনও ধরনের বিক্ষোভ প্রদর্শন করতে পারবে না। জমায়েত করা যাবে না। মাস্ক পরা বাধ্যতামূলক। স্যানিটাইজার ব্যবহার করতেই হবে। প্রকাশ্য়ে যেকোনও ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।