টাইমস স্কোয়ারে নামাজ পড়াকে কেন্দ্র করে বিতর্ক

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার টাইমস স্কোয়ারে রামজানের নামাজ পড়লেন মুসলিম ধর্মাবলম্বীরা। যা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। গোটা বিশ্বে এখন আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো নিউইয়র্কের বিশ্ব বিখ্যাত টাইমস স্কোয়ারে মুসলিমদের নামাজ পাঠের বিষয়টি বিয়ে নানানরকম চর্চা হয়ে চলছে। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, আমেরিকার ইতিহাসে এই প্রথম মুসলিমরা টাইমস স্কোয়ারের মতো জনপ্রিয় জায়গায় নামাজ পাঠ করতে পারলো। বিতর্কের মূল বিষয় হলো স্থান নির্বাচন। টাইমস স্কোয়ার হলো নিউ ইয়র্ক সিটির সবচেয়ে ব্যস্ত এলাকা। এটি প্রচুর পর্যটকদেরও আকৃষ্ট করে থাকে। প্রতি বছর ৫০ মিলিয়নেরও বেশি পর্যটক এখানে পৌঁছান। এমন অবস্থায় মসজিদের পরিবর্তে বাণিজ্যিক এলাকায় নামাজ পড়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। আয়োজকরা জানিয়েছেন মুসলিমরা এই বিখ্যাত নিউইয়র্ক শহরের অবস্থানে রমজান উদযাপন করতে চেয়েছিলেন এবং অন্যদের বার্তা দিতে চেয়েছিলেন যে ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম। গত শনিবার থেকে মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে। চাঁদ দেখার পর রমজান মাস ঘোষণা করা হয়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।