হাওড়া ময়দান মেট্রো নিয়ে বৈঠকে জেলা প্রশাসন

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: অনেক বছর ধরেই চলছে হাওড়া ময়দান মেট্রো চালুর কথাবার্তা। কাজও প্রায় শেষের দিকে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলবে এই মেট্রো। এই পরিকল্পনা স্বরূপ হাওড়া ময়দান এলাকায় কোথায় পার্কিং লট হবে, কোথায় বসবে স্টল, নিকাশি ব্যবস্থাই বা কী হবে সমস্ত কিছু নিয়ে মঙ্গলবার মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে হাওড়া পুর এলাকার জেলা প্রশাসন । জানা গেছে, এদিনের বৈঠকে ঠিক হয়েছে, হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড়ে যেখানে মেট্রো স্টেশনটি তৈরি হচ্ছে, সেখানে থাকা বাসস্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। মেট্রো যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি বাইক পার্কিং নিয়েও আলাদা করে পরিকল্পনা করা হচ্ছে। বঙ্গবাসী চত্বরে রয়েছে প্রচুর ছোট দোকান ।মেট্রোর কাজের জন্য সেই দোকান বা স্টলগুলিকে ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে দেবার কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। তবে পুনরায় স্টল বা দোকান গুলি কোথায় বসবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।