ডেউচা পাঁচামির পুনর্বাসন প্যাকেজ নিয়ে কী বললেন মমতা?

Spread the love

ডেউচা পাঁচামির পুনর্বাসন প্যাকেজ নিয়ে কী বললেন মমতা? নিজস্ব প্রতিবেদন: ডেউচা পাঁচামিতে জমির পরিবর্তে জমি, বাড়ির পরিবর্তে বাড়ি, এমনকি প্রতি পরিবার থেকে একজনকে সরকারি চাকরিও দেওয়া হবে, এমনটাই সোমবার সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ক্যাবিনেট বৈঠকের পর তিনি বলেন, তত্‍কালীন সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে ডেউচা পাঁচামির জমি নেওয়ার কোনও সম্পর্ক নেই। ডেউচা পাঁচামি নিয়ে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ভুল বোঝানো হচ্ছে। জোর করে কোনও জমি নেওয়া হচ্ছে না। যারা সানন্দে জমি দিতে চাইবেন সেই জমি নেওয়া হবে। জোর জবরদস্তি করে জমি অধিগ্রহণ করা হবে না। পাশাপাশি তিনি বলেন, জমির বর্তমান মূল্যের দ্বিগুণ দাম ও চাকরি দেওয়া হবে জমি দাতাদের। জমি আন্দোলন থেকেই বাংলায় ক্ষমতায় আসা। তাই গরিব মানুষকে ভাতে মারার কথা ভাবতেও পারেন না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও উল্লেখ করেন যে, এখানে বিদ্যুত্‍কেন্দ্র হলে আগামী ১০০ বছর রাজ্যে বিদ্যুতের অভাব হবে না। এর সঙ্গে এই প্রকল্পে কয়েক লক্ষ কর্মসংস্থান হবে। উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম কয়লা প্রকল্প বীরভূমের দেউচা-পাচামির কাজ নিয়ে বিরোধিতা চলছেই। নানা সময়ে বিরোধী দলের একাধিক ব্যক্তিত্ব সেখানে গিয়ে জোর করে জমিদখলের অভিযোগ তুলে প্রকল্পের কাজ বন্ধের ডাক দিয়েছেন। আদিবাসীদের বঞ্চিত করার অভিযোগও উঠেছে। এসব নিয়ে এবার সরাসরি আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বিরোধীদের ‘চক্রান্ত’ নিয়ে সরব হলেন তিনি। সাফ জানালেন, ‘ওখানে টাকা নিয়ে কোনও কোনও খাদান মালিক ভুল বোঝাচ্ছেন।’ এরপরই তাঁর নির্দেশে মুখ্যসচিব জানান, দেউচা-পাচামি প্রকল্পের পুনর্বাসন প্যাকেজের অঙ্ক বাড়ানো হয়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।