পশুখাদ্য কেলেঙ্কারিতে ফের জেলযাত্রা লালুর

Spread the love

পশুখাদ্য কেলেঙ্কারিতে ফের জেলযাত্রা লালুর নিজস্ব প্রতিবেদন: ফের জেলেই যেতে হচ্ছে লালু প্রসাদ যাদবকে। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব । সোমবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ড ও ৬০ লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারক। রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালতে এই সাজাঘোষণা হয়। গত ১৫ ফেব্রুয়ারি বিশেষ বিচারক এস কে শশী লালু-সহ ৭৪ জন অভিযুক্তকের দোষী সাব্যস্ত করেছিলেন। ২৪ জনকে বেকসুর খালাস করেন ১৪০ কোটি টাকার তছরুপ মামলায়। ১৯৯৫-৯৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন লালুর বিরুদ্ধে দোরান্ডা ট্রেজারি থেকে তহবিল তছরুপের এই অভিযোগ ওঠে। শারীরিক অসুস্থতার কারণে এখন রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ভর্তি রয়েছেন আরজেডি সুপ্রিমো। উল্লেখ্য, এর আগে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দুমকা, দেওঘর এবং চাইবাসা ট্রেজারির চারটি তহবিল তছরুপ মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয় লালুকে। তবে শারীরিক অসুস্থতার কারণে তাঁর সাজা কম করে জামিন দেওয়া হয়। গত বছর এপ্রিল মাসে যখন লালু যাদব জামিন পেয়েছিলেন তখন প্রায় সাড়ে ৩ বছর পর তিনি জেল থেকে বেরিয়েছিলেন। দুমকা কোষাগার থেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকা বেআইনি ভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে দু’টি ধারায় ৭ বছরের জেল হয়েছিল তাঁর। মোট চারটি মামলায় ২০১৭ সালের ডিসেম্বর থেকে জেলবন্দি ছিলেন লালু। তবে বেশিরভাগ সময়ে হাসপাতালে কাটাতে হয়েছিল লালুপ্রসাদ যাদবকে কারণ তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন। আরও একটি মামলা তাঁর মাথায় ঝুলে রয়েছে পাটনায়। বাঙ্কা-ভাগলপুর ট্রেজারি থেকে তহবিল তছরুপের সেই মামলা সিবিআই তদন্ত করছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।