“না-মানুষ” মানুষের জন্য

Spread the love

সংবাদ সংস্থা: প্রাণের সঙ্গে প্রাণের সম্পর্কের উত্‍কৃষ্ট দৃষ্টান্ত। আমরা ওদের বলি না-মানুষ। অর্থাত্‍ শুরুতেই একটা সীমারেখা টেনে দেওয়া হয়েছে যে আমরা আর ওরা আলাদা। কিন্তু পশুপাখিদের সঙ্গে মানুষের সংযোগের প্রমাণ বারবার মিলেছে। যা প্রমাণ করে দিয়েছে, আপাত ভাবে যতই আলাদা হোক না কেন, ওরাও আমাদেরই মতো স্নেহ-ভালবাসার কাঙাল। যদি কেউ ওদের ভালবাসা দেয়, তাহলে সাধ্যমতো তা ফিরিয়ে দিতে ওদের জুড়ি মেলা ভার। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, একজন রোগীকে দেখতে এসে রোগশয্যায় রোগীকে জড়িয়ে ধরল একটি হনুমান। ওই মহিলা রোগীর মাথায় হাতও বুলিয়ে দেয় সে। যা দেখে মুগ্ধ নেটিজেনরা।অবনীশ শরণ নামে এক আইএএস অফিসার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “রোজ সকালে এক বৃদ্ধা হনুমানটিকে রুটি দিতেন। অসুস্থ হয়ে পড়ার কারণে দু’দিন তিনি খেতে দিতে পারেননি তাকে। এরপরই ওঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে ঘরের ভিতরে ঢুকে পড়ে সেটি। মনকে স্পর্শ করার মতো মুহূর্ত। ওই ভিডিয়োতে দেখা যায় একজন বৃদ্ধা রোগীকে দেখতে এসে রোগশয্যায় তাঁকে আলিঙ্গন করল হনুমান। কিছুক্ষণ পরে বৃদ্ধার বুকের ওপর মাথা রেখে শুয়ে থাকতেও দেখা যায় হনুমানটিকে। তারপর আবার উঠে বসে বৃদ্ধার কোলের ওপর। এর পর একটি পা দিয়ে মাথায় হাত বোলানোর ভঙ্গিতে বৃদ্ধার চুলের ফাঁকে বিলি কেটে দেয় হনুমানটি। যা দেখে কার্যত মুগ্ধ নেট-নাগরিকরা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।