৮ এপ্রিল বাংলা বনধের ডাক মাওবাদীদের 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: জঙ্গলমহলের দিকে দিকে পোস্টার মাওবাদীদের । ৮ এপ্রিল বাংলা বন্ধের সমর্থনে পোস্টার দিয়েছে মাওবাদীরা। স্পেশাল হোমগার্ড পদে ‘ক্রিমিনালদের’ চাকরি দেওয়ার প্রতিবাদে পোস্টার পড়েছে জঙ্গলমহলে। সাথে  রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগও স্পষ্ট পোস্টারে। মাওবাদীরা বাংলা বনধের ডাক দেওয়ায় পুলিশ ও প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। মাওবাদীদের এই পোস্টার প্রসঙ্গে স্থানীয় নেত্রী রেখা সোরেন জানান, “মূল স্রোতে ফেরানোর জন্যই চাকরি দেওয়া হয়েছে। এখন জঙ্গলমহলে শান্তি বজায় আছে। কিন্তু বিজেপি এই ইস্যুকে কেন্দ্র করে আবার অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। মাওবাদী বলে এখানে কিছু নেই। এটাও বিজেপির নতুন ধরনের চক্রান্ত।”
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।