পুরভোটে হিংসার অভিযোগ, বিজেপি-র ডাকে ১২ ঘণ্টার বনধ, বিরোধিতায় তৃণমূল

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: অশান্তি ও ভোটলুঠের অভিযোগের মধ্যেই শেষ হল রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন। শাসকদলের বিরুদ্ধে ভোটে সন্ত্রাস-ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আজ ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি । সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্‌ধ ডাকা হয়েছে। বিজেপি সূত্রে খবর, বন্‌ধ সফল করতে আজ রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা পথে নামবে। সিপিএম, কংগ্রেসও পুরভোট নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে। বন্‌ধের বিরোধিতা করে নিজেদের রাজনৈতিক অবস্থান জানিয়ে দিয়েছে তৃণমূল। বিরোধীদের অভিযোগ ১০৮ পুরসভাতেই নির্বাচনের নামে প্রহসন হয়েছে। অন্যদিকে, নবান্নের তরফে সাফ জানিয়ে দেওয়া হল- বনধ রাজ্য সরকারের নীতিবিরুদ্ধে। তাই কোনও বনধ পালন হবে না। সোমবার রাজ্যের সমস্ত কিছু খোলা থাকবে। রাজ্যের সবকিছুই স্বাভাবিক থাকবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে নবান্ন।মুখপাত্র শমীক ভট্টাচার্যর কথায়, পুরসভা ভোটে বিভিন্ন জেলা থেকে ২২৭ টি অভিযোগ জমা পড়েছে তাদের দপ্তরে। এমনকী রাজ্য সভাপতিও দুষ্কৃতীদের তাড়া করে অশান্তি রুখেছেন বলে দাবি। যা নজিরবিহীন। এই হিংসার প্রতিবাদেই ১২ ঘণ্টার বন্‌ধ ডাকা হয়েছে তাদের তরফে। এই পুরসভাগুলিতে পুনর্নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে তারা চিঠি লিখেছে বলেও খবর। তবে বিজেপির ডাকা বন্‌ধের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। দলের জাতীয় কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় জানান, ঠাণ্ডা ঘরে বসে বিজেপির ডাকা বনধের আমরা বিরোধিতা করছি। সোমবার সব কিছু সচল থাকবে। সাধারণ মানুষকে সমস্যায় ফেলে এমন কোনও কিছুকে সমর্থন করি না আমরা। মানুষকে বিপদে ফেলে অর্থনীতি ধ্বংস করার এই বনধের আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।