উলুবেড়িয়া পুরভোটে বাউড়িয়ায় বিপরীত চিত্র

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: রাজ্যের পুরভোটে যখন বিভিন্ন জায়গায় বিরোধীদের তরফে বিভিন্ন অভিযোগ উঠছে তখন ঠিক এর বিপরীত ছবি দেখা গেল হাওড়ার বাউড়িয়ায়। এখানে শাসক-বিরোধী সব প্রার্থীরাই হাতে হাত মিলিয়ে শান্তিপূর্ণ ভোটের বার্তা দিলেন। উলুবেড়িয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাউড়িয়ার একটি বুথে দেখা গেল শাসক এবং বিরোধী উভয় দলের প্রার্থীরা মিলেমিশে বুথের ভেতরে বসে ভোটারদের ভোটদানে উত্‍সাহ দিচ্ছেন। প্রার্থীরা বলেন, কে কোন মতাদর্শের বা কে কোন দলের প্রার্থী সেটা বড় ব্যাপার নয়। প্রথমে আমরা সবাই বন্ধু। তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। ভোটে কার জয় হলো বা কার পরাজয়, সেটা বড় বিষয় নয়। ভোটের পরেও আমাদের সম্পর্ক যেন একই রকম থাকে সেটাই আমরা চাই। তাই বুথের ভিতরে একসঙ্গে আমরা রয়েছি এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তা আমরা দেখছি। কারও যাতে ভোট দিতে অসুবিধে না হয় আমরা তিন প্রার্থী একসঙ্গে তা দেখাশোনা করছি। এই চিত্র দেখে ভোটাররাও খুশি মনে ভোট দিতে এগিয়ে আসছেন। কেউ কেউ আবার বলছেন, যদি রাজ্যের সমস্ত জায়গায় এমন ছবি দেখা যেত, তাহলে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োগ হতো।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।