প্রয়াত প্রখ্যাত সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায়

Spread the love

প্রয়াত প্রখ্যাত সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায় নিজস্ব প্রতিবেদন: স্বর্ণযুগের অবসান। ফের নক্ষত্র পতন বাংলা সঙ্গীত জগতে। প্রয়াত হলেন প্রখ্যাত সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র সহ সেই সময়ের একাধিক শিল্পীর গান বেজে উঠেছিল তাঁর সুরে। হৈমন্তী শুক্লার গাওয়া বিখ্যাত গান ‘এখনও সারেঙ্গিটা বাজছে’র সুরকারও তিনিই। সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান সুরকারের প্রয়াণের খবর জানিয়েছেন সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী। রূপঙ্করের আফশোস, ‘চলে গেলেন মেসোমশাই!’ তার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘বিশিষ্ট সুরকার ও গীতিকার অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলের মতো প্রবাদপ্রতিম শিল্পীরা। তাঁর সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য অ্যালবাম: অন্তর মন্দিরে জাগো, মেঘের সমুদ্দুরে, নিরুদ্দেশের পথিক, তিস্তা আমার, সূর্যের এক নাম বিবেকানন্দ। সুরারোপিত উল্লেখযোগ্য গান: ও পাখি উড়ে আয়, যদি কানে কানে ইত্যাদি। অভিজিত্‍বাবু পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের ক্ষতি হল। আমি অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের গভীর সমবেদনা জানাচ্ছি।’ বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ একটি যুগ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে এমন একটি দুঃখের খবরে স্বভাবতই মুষড়ে পড়েছেন বাংলার সঙ্গীতপ্রেমীরা । তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা সন্তানকে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।