ভারত বনধের জেরে বাংলা জুড়ে বিক্ষোভ 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা : দেশজুড়ে ২৮ ও ২৯ মার্চ  দু’দিন ব্যাপী ধর্মঘট । কেন্দ্রের বিরুদ্ধে জনবিরোধী নীতির অভিযোগে দেশজুড়ে ধর্মঘট।  বাম-কংগ্রেস সহ ট্রেড ইউনিয়নগুলির দাবিতে ৪৮ ঘন্টা বনধ্ গোটা দেশে । সপ্তাহের শুরুতেই এই ধর্মঘটের নিরিখে জেলায় জেলায় অশান্তির ছবি ধরা পড়েছে, কোথাও টায়ার জ্বালিয়ে অবরোধ, আবার কোথাও পুলিশ-ধর্মঘটীদের মধ্যে ধস্তাধস্তি। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু, তো কোথাও আবার ধর্মঘটীদের একাংশ রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্বাভাবিকভাবে ভয়ের জেরেই বন্ধ হয়ে যায় রাস্তার অনেক দোকানপাট। এদিকে বনধ নিয়ে  তৃণমূল কংগ্রেসের বক্তব্য, “এই কর্মনাশা বনধ কোনও ভাবেই চলবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। জনজীবন যাতে সচল থাকে। যাতায়াতের পাশাপাশি দোকান পাঠ যাতে খোলা থাকে তার জন্য তিনি ঘোষণা করেছেন সরকারিভাবে।” অন্যদিকে, বামেদের বক্তব্য, “বনধ স্বতস্ফুর্ত ভাবেই হচ্ছে। মানুষ সাড়া দিয়েছে।” বিভিন্ন এলাকায় পুলিশ অবরোধ তুলতে  এলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচসা শুরু হয় বলেও জানা গেছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।