৩ দিনের ক্রেতা সুরক্ষা মেলার খরচ দেড় কোটি! 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: রাজ্যের মাথায় ঝুলছে ঋণের বোঝা। টাকার অভাবে  আটকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন। এদিকে মাত্র ৩ দিনের মেলাতে খরচ প্রায় ১ কোটি ৫৮ লক্ষ টাকা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে  কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‌আয়োজিত ক্রেতা সুরক্ষা মেলা। আর তাতেই শুধুমাত্র চা-জলখাবারের জন্য বরাদ্দ ১২ লক্ষ টাকা! যা দেখে হতবাক অনেকেই। শুধু এই খাতেই নয়, অন্যান্য খাতেও খরচ বিপুল। সংবাদপত্রের বিজ্ঞাপন বাবদ ৭৫ লক্ষ টাকা, টিভিতে বিজ্ঞাপনে ৮ লক্ষ ৮৫ হাজার ৭০০ টাকা, হোডিং, চেয়ার-টেবিল, বিদ্যুৎ-এর জন্য ৫০ লক্ষ ৮২ হাজার, উপহারসামগ্রীর খরচ ১ লক্ষ ৩৬ হাজার টাকা, সঞ্চালনার পুরো প্রক্রিয়ার জন্য খরচ ৯ লক্ষ টাকা। সব মিলিয়ে মোট খরচ প্রায় ১ কোটি ৫৮ লক্ষ টাকার বেশি। প্রশ্ন উঠছে একটা সাধারন মেলাকে ঘিরে এত টাকা খরচ হয় কিভাবে? এই বিষয়ে ক্রেতা সুরক্ষা মন্ত্রী মানস ভুঁইয়া জানান, “এই মেলাতে প্রচুর অতিথি আসেন।বিভিন্ন জায়গা থেকে আসেন তাঁরা। তাঁদের আমরা নিজেদের কাছে নিয়ে এসে বসাই। চা-কফি থেকে সমস্ত পানীয় থাকে। উপহার দেওয়া হয় তাঁদের। এই বিষয়ে এর থেকে বেশি কোনও মন্তব্য করতে পারব না।যে অফিসাররা এত বছর ধরে মেলা করছেন তাঁরা ভালো বলতে পারবেন। ” মানস ভুঁইয়ার বক্তব্য অনুযায়ী ক্রেতা সুরক্ষা মেলার মাধ্যমে প্রচুর মানুষকে সচেতন করা যায়। উদ্দেশ্য ভালো হতেই পারে, কিন্তু   ঋণের বোঝা মাথায় থাকা সত্ত্বেও এত টাকা একটি মেলা তে খরচ করাও কি সাজে ? এমনই বিভিন্ন প্রশ্নের মুখোমুখি এখন ক্রেতা সুরক্ষা মেলা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।