মাধ্যমিকে প্রশ্নফাঁস আটকাতে জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট

Spread the love

সংবাদ সংস্থা: বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে হোয়াটসঅ্যাপে থাকা নানা গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। যদিও সেই সব প্রশ্ন মূল প্রশ্নপত্রের সঙ্গে মেলেনি কোথাও। এবার সেই প্রশ্ন ফাঁস রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে চলেছে রাজ্য সরকার। প্রসঙ্গত,আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে রাজ্য স্বরাষ্ট্র দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে আগামী কয়েক দিন কিছু কিছু জেলায় রাতের দিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে হোয়াটসঅ্যাপ ভিডিও ও ভয়েস কলও। কারন হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমেই বেশি প্রশ্ন ফাঁস হতে দেখা গিয়েছে। যে সব জেলায় এদিন রাত থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকতে চলেছে তার মধ্যে থাকছে, দুই ২৪ পরগনা, বীরভূম, মালদা, এবং মুর্শিদাবাদ। এই পরিষেবা বন্ধ রাখবে রাজ্য সরকারই। তবে এই তালিকায় আরও কিছু জেলাকে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে সেই সব জেলাগুলিতে রাতে নয়, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে দিনের বেলায়। সকাল ১১টা থেকে দুপুর সওয়া ৩টে পর্যন্ত। যে কদিন মাধ্যমিক পরীক্ষা চলবে ততদিন এই ব্যবস্থা কার্যকর হবে। পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকা থেকে সাধারন ভয়েস ফোন কল অবশ্য করা যাবে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।