রাজনীতিতে ভাজ্জি? 

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:নতুন ইনিংস শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিংয়ের। পাঞ্জাবের নির্বাচনের আগে থেকেই রাজনীতিতে হরভজনের আসার জল্পনা রটেছিল। এবার সূত্রের খবর অনুযায়ী, আম আদমি পার্টি হরভজনকে রাজ্যসভায় পাঠাতে পারে। তাছাড়াও রাজ্যের মধ্যেই কিছু গুরুদায়িত্ব পেতে চলেছেন তিনি। সূত্রের খবর, আম আদমি পার্টির সরকারের পক্ষ থেকে রাজ্যের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর পদে হরভজনকে নিযুক্ত করা হতে পারে। ভগবন্ত মান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাজ্যে খেলাধুলার উন্নয়নের জন্য জলন্ধরে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ঘোষণা করেছিলেন। ঘনিষ্ঠ বন্ধু হরভজনকে সেই ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর করতে চান বলেই জল্পনা শুরু হয়েছে। হরভজনের খ্যাতি জগতজোড়া। ১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শুরু করেন হরভজন, ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে একাই ৩২ উইকেট নিয়ে চমকে দেন, তার পর থেকে দীর্ঘদিন ভারতীয় দলের ভরসাযোগ্য স্পিনার হিসাবে তাঁকে দেখা গিয়েছে। পাঞ্জাবের রাজ্যসভার প্রার্থী করতে চলেছে আপ। হরভজন সিং এর অন্যতম বন্ধু হলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জয়ের পর তাঁকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন হরভজন সিং। এপ্রিল মাসের ৯ তারিখের পর পাঞ্জাবের পাঁচটি রাজ্যসভার আসন খালি হবে। আর সেখানেই হয়তো দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটার হরভজন সিংকে। তবে হরভজন সিং বা আপ কোনো পক্ষ থেকেই এই নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছু শোনা যায়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যদি হরভজন সিং রাজনীতির ময়দানে প্রবেশ করেন, তা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে পাঞ্জাবের রাজনীতিতে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।