রেলে সিনিয়র সিটিজেন কোটায় ছাড় নয় এখনই

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা:প্রবীণ নাগরিকদের জন্য এখনই রেলের ভাড়ায় ছাড় নয় বলে জানালেন রেলমন্ত্রী। এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে অনেকেই অখুশি।   বুধবার লোকসভায় তৃণমূল সাংসদ দীপক অধিকারীর প্রশ্নের উত্তরে, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন , “প্রবীণ নাগরিকদের দেওয়া ছাড় এখন সম্ভব না। এই যাত্রীদের অন্যান্য যাত্রীদের মতো একই ভাড়া দিতে হবে। করোনার সময় রেল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অত্যাবশ্যকীয় সেবা ছাড়া ভ্রমণ নিষিদ্ধ ছিল। এখন রেল ভ্রমণে এখন নিয়ম শিথিল করা হয়েছে। তবে, প্রবীণ নাগরিকদের দেওয়া ছাড়টি স্থগিত করা হয়েছে”।   করোনার প্রথম ঢেউয়ে দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই বেসামাল এবং ভারতের অর্থনৈতিক অবস্থা সচল রাখার ক্ষেত্রে একটি প্রধান ভূমিকা পালন করে রেল। তাই রেলের ভাড়া যদি এত ছাড় দেওয়া হয় সে ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে বলে মতামত বিশেষজ্ঞদের। তবে এর পাশাপাশি বিশেষভাবে সক্ষম, রোগী এবং পড়ুয়াদের জন্য রেলের ভাড়া য় ছাড় থাকছে আগের মতই।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।