রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল বর্ষণে ভাসবে কোন কোন জেলা?

Spread the love

  নিজস্ব প্রতিবেদন :সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ। হাওয়ার গতিবেগ ২ কিলোমিটায়/ঘণ্টাশীত শেষ হলেও দেখা মিলছে না অন্য ঋতুদের, এখন যেন একটাই কাল সেটা বর্ষাকাল। বৃষ্টি এ বারে আর পিছু ছাড়বে না বঙ্গবাসীর। মাসের অর্ধেক দিন মেঘলা আকাশ। এক দিন রোদ উঠলেই, পরের দিন আবারও মেঘে ঢেকে যাচ্ছে, ফলে বিরক্ত সাধারণ মানুষও। কিন্তু তাতে কী!ফের দুর্যোগের পূর্বাভাস রাজ্যজুড়ে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।কলকাতা সংলগ্ন জেলা উত্তর ২৪ পরগনা । জেলার একাংশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। ওপারে হুগলি জেলা । জেলার আরেকদিক যশোর রোড হয়ে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত বিস্তৃত।পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে এই জেলা অবস্থিত। এই জেলা উত্তর ও পূর্বে বাংলাদেশ এবং উত্তরে নদীয়া জেলা দ্বারা পরিবেষ্টিত। দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতা দক্ষিণে অবস্থিত। পশ্চিমে হাওড়া, হুগলি ও কলকাতা অবস্থিত। বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানা যাচ্ছে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এইসব জায়গায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই কারণে এই বৃষ্টি। কলকাতার ক্ষেত্রে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা।নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। প্রথম প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতে। এর ফলে দিনভর বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ ও মুজাফফরাবাদে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে। উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতেও বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিম মধ্যপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার পশ্চিমবঙ্গ,অসম হয়ে নাগাল্যান্ড পৌঁছেছে অক্ষরেখাটি। দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে ২৮ ফেব্রুয়ারি । যে ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের রয়েছে, সেটি ক্রমশ পূর্বদিকে এগোচ্ছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।