রাজ্য বাজেটে বড় ছাড় পরিবহণ ক্ষেত্রে 

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: শুক্রবার রাজ্য বিধানসভায় ২০২২-২৩ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করলেন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য ব্যাটারি চালিত ব্যক্তিগত 2 চাকার গাড়ি ও চার চাকা বিশিষ্ট ইলেকট্রিক গাড়ি কেনা ও পরিবহনে বেসরকারি বিনিয়োগকে উৎসাহ দিতে এই সকল যানবাহনের উপর 2022-23 আর্থিক বর্ষ থেকে 2 বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স মুকুব করার প্রস্তাব দেন। মনে করা হচ্ছে এর ফলে এই পরিবেশ বান্ধব গাড়িগুলির প্রতি সাধারণ মানুষের ঝোঁক বাড়বে। অনেকেই মনে করছেন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে এদেশেও জ্বালানি ও রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। দেশে ৫টি রাজ্যে নির্বাচন ছিল বলে এতদিন এই ক্ষেত্রে দামবৃদ্ধির পথে হাঁটেনি মোদি সরকার। কিন্তু এখন ভোট মিটে গিয়েছে। তাই মোদি সরকার হয়তো হাত গুটিয়ে বসে থাকবে না। খুব শীঘ্রই দেশে জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধি করবেন তাঁরা। সেই আশঙ্কা থেকেই আমজনতা কার্যত ভয় পাচ্ছেন। এই অবস্থায় চন্দ্রিমার বাজেটে আমজনতা কিছুটা রেহাই পাচ্ছে। উল্লেখ্য, এবারের বাজেট পেশ ছিল অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য -এর কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং। বিভিন্ন সরকারি প্রকল্পে জোর দিতে পারে রাজ্য বলে আগেই অনুমান করছিলেন বিশেষজ্ঞরা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।