রুজিরার বিরুদ্ধে জারি পরোয়ানা

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: কয়লা পাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দিল দিল্লি আদালত। দিল্লি আদালতের বিচারকের নির্দেশ আগামী ২০ আগস্টের মধ্যে হাজিরা দিতে হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরেও তলব করা হয়েছিল তাকে। উল্লেখ্য, গত ২১ ও ২২ মার্চ ইডি ডেকে পাঠিয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। তবে তাঁর আগেই সাংসদ ও তাঁর স্ত্রী দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলে প্রশ্ন করেন, কেন তদন্তের জন্য তাঁদের কলকাতায় ইডি দফতরে না ডেকে বারবার দিল্লিতে ডাকা হচ্ছে। প্রসঙ্গত, অভিষেক ইডিকে তদন্তের জন্য সমস্তরকম সহযোগিতা করবে বলে জানিয়েছিলেন। সেই সম্পর্কিত প্রয়োজনীয় নথিও জমা দিয়েছিলেন ডায়মণ্ডহারবারের সাংসদ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।