রোহিতকে ‘পুল শট’ নিয়ে সতর্ক করলেন গাভাস্কার

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: ভারতীয় ওপেনার রোহিত শর্মার সিগনেচার শটগুলোর মধ্যে অন্যতম পুল শট।এর মাধ্যমে যেমন প্রচুর রান করেছেন রোহিত, তেমনি আউট হওয়ার নজিরও কম না। এবার তাকে সেই পুল শট নিয়েই সতর্ক করলেন পূর্বসুরি সুনীল গাভাস্কার। গাভাস্কার বলেন, ‘পুল শট খেলতে গিয়ে রোহিত যেমন সফল হয়েছেন। তেমনি এই শট খেলতে গিয়েই বেশ কয়েকবার নিজের উইকেট খোয়াতে হয়েছে রোহিতকে। আর তাই বোলাররা রোহিতকে পুল শট মারার দিকে টেনে নিয়ে যায়, তারা মনে করেন রোহিত দু একটা ছক্কা মারলে মারুক কিন্তু এই শট খেলতে গিয়েই রোহিতের আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এবার থেকে এই শট খেলার ক্ষেত্রে আরও অনেক সতর্ক হতে হবে রোহিতকে। 100% সিওর হয়েই এই শট খেলা উচিৎ রোহিতের।’শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টে রোহিত পুল মারতে গিয়েই আউট হন। লাহিরু কুমারার টানা দুই বল বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরু করেছিলেন রোহিত। এরপর তার ওভারের চতুর্থ বলে পুল খেলতে গিয়ে লং অনের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে ২৯ রান করেছিলেন রোহিত। গাভাস্কার মনে করছেন পুল মারার ক্ষেত্রে শতকরা হার নিয়ে রোহিতের চিন্তাভাবনা করা উচিত।কিন্তু এই মুহূর্তে তা রোহিতের হয়ে কথা বলছে না।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।