আরও সুযোগসুবিধা স্বাস্থ্যসাথীতে

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: স্বাস্থ্যসাথী কার্ডে এবার অনেক বাড়তি সুবিধা পাবেন সাধারণ মানুষ। পিপিপি মডেলে হাসপাতালগুলোর ডায়াগনোস্টিক সেন্টার ও ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও পাওয়া যাবে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা। পিপিপি মডেলের অন্তর্ভুক্ত প্রায় ১৫২টি ফেয়ার প্রাইস শপ, ডায়গনস্টিক সেন্টার এবং ডায়ালিসিস ইউনিট রয়েছে। সব জায়গাতে এবার এই সুবিধা পাবেন উপভোক্তারা। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের এই নতুন পরিকল্পনার পরিপ্রেক্ষিতে যাদের স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তারাও সুবিধা পাবেন, আবার যাদের নেই তারাও সুবিধা পাবেন। অন্যদিকে স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও বিভিন্ন পরিষেবার জন্য হাসপাতালে টাকা নেওয়ার অভিযোগ ওঠে।রোগীকে ভর্তি করার ক্ষেত্রে তাড়াহুড়ো থাকায় স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও অনেকে তা নিয়ে যেতে ভুলে যান। এসব ক্ষেত্রেও নতুন পরিকল্পনা গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর। এছাড়া রোগীকে ভর্তি করার সময় স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও, স্বাস্থ্যসাথী কার্ড ধারকের আধার নম্বর থাকলেও রোগী এবং রোগীর পরিজনরা সুবিধা পাবে। হাসপাতালে চিকিৎসার সময় স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে হাসপাতাল কর্তপক্ষ নতুন কার্ড বানিয়ে দেবেন জানিয়েছেন স্বাস্থ্য দফতর।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।