লন্ডন-টরেন্টোয় ফিল্ম ফেস্টিভ্যালে ‘অপরাজিত’

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: পরিচালক সত্যজিৎ রায় কে কুর্নিশ জানিয়ে অনীক দত্তের পরিচালনায় ‘অপরাজিত’ মুক্তির আগেই  স্বীকৃতি পেল আন্তর্জাতিক সিনেমার আঙিনায় । ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম’ ফেস্টিভ্যালে দেখেনো হবে ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের জন্ম মাসেই আগামী ১৩ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে চলেছে  ‘অপরাজিত- The Undefeated’। এই সিনেমাটির আসল পরিভাষা হলো “দ্য মেকিং অফ আ মাস্টারপিস” অর্থাৎ পথের পাঁচালী তৈরির ইতিহাস। আর তার সাথেই জড়িয়ে আছে মানিকবাবুর বিভিন্ন স্ট্রাগলের কাহিনী এর সাথে জুড়েছে বিধানচন্দ্র রায়ের ভূমিকাও ।২ মে কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে ‘অপরাজিত’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয় মুম্বইয়ে। তার পরেই আসে এই সুখবর অর্থাৎ মানিক বাবুর “পথের পাঁচালীর” মতো তাকে উৎসর্গ করে তৈরি  ” অপরাজিত” স্থান পেল  আন্তর্জাতিক দরবারে। “অপরাজিত” সিনেমায় সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা যাচ্ছে জীতু কামালকে ,অভিনেতা নিজের শুধু মুখ নয় সাথে গলার মডিউলেশনেও সত্যজিৎ রায়ের ছাপ নিয়ে এসেছেন। যা অবশ্যই নজর কেড়েছে দর্শক মহলে। ফাস্ট লুক প্রকাশ থেকেই উত্তেজনা ছড়িয়েছে জনে জনে আর অপেক্ষা শুধুমাত্র শুভ মুক্তির।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।