সিইএসসির বিদ্যুতের দাম বাড়ানোয় খোঁচা শুভেন্দুর

Spread the love

সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: যখন তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাংলা সেই সময়েই বিদ্যুতের দাম বাড়াল সিইএসসি। গ্রাহকদের এ সম্পর্কে না জানিয়েই দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিইএসসি এলাকার গ্রাহকরা এপ্রিল মাসে মার্চের বিল জমা দিচ্ছেন। তবে বিদ্যুতের দাম বৃদ্ধি হয়েছে ফেব্রুয়ারি বিল থেকে। দামের সবকটি ধাপেই ইউনিট পিছু ২৯ পয়সা করে দাম বৃদ্ধি করেছে সিইএসসি কর্তৃপক্ষ। এদিন সিইএসসি এলাকায় বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে শুভেন্দু অধিকারী টুইটারে লিখেছেন, কলকাতা ও সন্নিহিত এলাকায় সিইএসসির ৩২ লক্ষ গ্রাহক রয়েছে। কোনও গ্রাহককেই এই দাম বৃদ্ধির কথা জানানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাহায্যেই সিইএসসির এই একতরফা সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। বিরোধী দলনেতা আরও একটি টুইটে বলেছেন, কলকাতায় বছরে বিদ্যুতের চাহিদা প্রায় ২০,০০০ মিলিয়ন ইউনিট। এর সঙ্গে প্রত্যেক ধাপে ০.৩০ টাকা করে ধরলে বাৎসরিক প্রায় ছশো কোটি টাকা বাড়তি ঘরে তুলবে সিইএসসি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।