দিন: মার্চ 18, 2022

২১৭ বছর ধরে দোলের দিনে দুর্গোৎসবে মাতেন শ্রীরামপুরবাসী

স্নেহা শেঠ: দোলের দিন সত্যনারায়ণ পুজোর রীতি রয়েছে। কিন্তু দুর্গাপুজো! দোলের দিন থেকে দুর্গাপুজোর ব্যবধান অনেকটা। তবে রাজ্যে এমন শুভ দিনে দুর্গাপুজোর বিরল নজির রয়েছে। হুগলির শ্রীরামপুরের পঞ্চাননতলায় দোলের দিন থেকেই শুরু হয় দুর্গাপুজো। যা শ্রীরামপুরের দোল-দুর্গোত্সব নামেই খ্যাত। ২১৭ বছর আগে শ্রীরামপুরের দে বাড়িতে দোলের দিন দুর্গাপুজোর সূচনা হয়। […]