প্রতিবেদন- সৌম্যজিৎ চক্রবর্তী; ছবি- সৌম্যদ্বীপ দাস: আজ রামনবমী। আর প্রাচীনকাল থেকে এই দিনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে হাওড়ার রামরাজাতলার নাম। শতাব্দীর পর শতাব্দী ধরে রামনবমী তিথিতে এখানে রাম পুজো হয়ে আসছে প্রাচীনকাল থেকে। জানা যায়, প্রাচীন এই পুজো প্রথমে ছিল তিনদিনের, তারপর তা বেড়ে হয় ১৫ দিনের, ক্রমে পরে তা আরও […]