নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন -এর উদ্যোগে গোটা দেশজুড়ে পালিত হচ্ছে বোন অ্যান্ড জয়েন্ট সপ্তাহ। সেই উদ্যোগকে সামনে রেখে ১ আগস্ট হাওড়ার শ্রী জৈন হাসপাতালে হয়ে গেল ফ্রি সার্জারি ক্যাম্প। হাওড়া অর্থো ক্লাব এবং ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই ফ্রি সার্জারি ক্যাম্প সম্পন্ন হয়। এদিন ৪ জনের […]