নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন -এর উদ্যোগে গোটা দেশজুড়ে পালিত হচ্ছে বোন অ্যান্ড জয়েন্ট সপ্তাহ। সেই উদ্যোগকে সামনে রেখে ১ আগস্ট হাওড়ার শ্রী জৈন হাসপাতালে হয়ে গেল ফ্রি সার্জারি ক্যাম্প। হাওড়া অর্থো ক্লাব এবং ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই ফ্রি সার্জারি ক্যাম্প সম্পন্ন হয়। এদিন ৪ জনের বিনামুল্যে সার্জারি করা হয় বলে জানানো হয় অ্যাসোসিয়েশনের তরফে। প্রসঙ্গত, এদিনের সার্জারি ক্যাম্পে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল টেক্সাস ইউনিভার্সিটির ফুট এন্ড অ্যাঙ্কেল বিভাগের প্রধান ডাঃ ভি কে পঞ্চভাবির। এছাড়াও ছিলেন ডাঃ অভিজিৎ বন্দোপাধ্যায়, ডাঃ সিদ্ধার্থ গুপ্তা, ডাঃ ব্রিজেশ রাই, ডাঃ অঞ্জন চট্টরাজ সহ কলকাতার বিভিন্ন নামী- দামি মেডিকেল প্রতিষ্ঠানের চিকিৎসকরা। যদিও এই প্রথম নয় সারা বছরই হাওড়া অর্থো ক্লাবের উদ্যোগে নানা রকম সমাজসেবামূলক কাজকর্ম চলতেই থাকে,তবে এই প্রথম বোন অ্যান্ড জয়েন্ট সপ্তাহ পালনে এমন উদ্যোগ নিয়েছে তাঁরা।এদিনে চিকিৎসাধীন ৪ রুগিও সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।এই যৌথ উদ্যোগ যে ভবিষ্যতেও পথ দেখাবে সমাজসেবায় সে বিষয়ে আশাবাদী সকলেই
নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন -এর উদ্যোগে গোটা দেশজুড়ে পালিত হচ্ছে বোন অ্যান্ড জয়েন্ট সপ্তাহ। সেই উদ্যোগকে সামনে রেখে ১ আগস্ট হাওড়ার শ্রী জৈন হাসপাতালে হয়ে গেল ফ্রি সার্জারি ক্যাম্প। হাওড়া অর্থো ক্লাব এবং ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই ফ্রি সার্জারি ক্যাম্প সম্পন্ন হয়। এদিন ৪ জনের বিনামুল্যে সার্জারি করা হয় বলে জানানো হয় অ্যাসোসিয়েশনের তরফে। প্রসঙ্গত, এদিনের সার্জারি ক্যাম্পে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল টেক্সাস ইউনিভার্সিটির ফুট এন্ড অ্যাঙ্কেল বিভাগের প্রধান ডাঃ ভি কে পঞ্চভাবির। এছাড়াও ছিলেন ডাঃ অভিজিৎ বন্দোপাধ্যায়, ডাঃ সিদ্ধার্থ গুপ্তা, ডাঃ ব্রিজেশ রাই, ডাঃ অঞ্জন চট্টরাজ সহ কলকাতার বিভিন্ন নামী- দামি মেডিকেল প্রতিষ্ঠানের চিকিৎসকরা। যদিও এই প্রথম নয় সারা বছরই হাওড়া অর্থো ক্লাবের উদ্যোগে নানা রকম সমাজসেবামূলক কাজকর্ম চলতেই থাকে,তবে এই প্রথম বোন অ্যান্ড জয়েন্ট সপ্তাহ পালনে এমন উদ্যোগ নিয়েছে তাঁরা।এদিনে চিকিৎসাধীন ৪ রুগিও সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।এই যৌথ উদ্যোগ যে ভবিষ্যতেও পথ দেখাবে সমাজসেবায় সে বিষয়ে আশাবাদী সকলেই