
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: ফের ধাপে ধাপে করোনা সংক্রমণ বাড়ছে রাজধানী দিল্লিতে। দেশে যেখানে সংক্রমণ গত কয়েকদিনে ১০০০-এর নিচে নেমে এসেছিল সেখানে সবাই স্বস্তির নিশ্বাস ফেলেছিল। তবে ফের আতঙ্ক ছড়াচ্ছে দিল্লিক ক্রমবর্ধনমান দৈনিক সংক্রমণের হার। স্কুলে শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়ছে করোনা। এই আবহে ফের একবার দিল্লিতে মাস্ক বাধ্যতামূলক করার কথা ভাবতে চলেছে কর্তৃপক্ষ।বাড়ি থেকে বাইরে বেরোলেই আগের মতো মাস্ক পরে বেরোতে হবে প্রত্যেককে । আর এই নিয়ম অমান্য করলেই সঙ্গে সঙ্গে দিতে হবে ৫০০ টাকার জরিমানা। যাতে সংক্রমণ দ্রুতগতিতে ফের ছড়িয়ে পড়তে না পারে তার জন্য এই সিদ্ধান্ত ডিডিএমএ-এর।বর্তমানে দিল্লির সব স্কুলগুলি খুলে গিয়েছে, চলছে অফিস। এই পরিস্থিতিতে ফের নতুন করে কোন সমস্যার সম্মুখীন হতে চাইছে না দিল্লি সরকার।