
সংবাদ সংস্থা: আগামী ৫ আগস্ট শুক্রবার থেকে শুরু হচ্ছে ফুটবলবিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ইংলিশ প্রিমিয়র লিগের সূচি । তার জন্য ঘোষিত হয়ে গেল ২০২২-২৩ মরশুমের সূচিও । প্রথম দিন মুখোমুখি ক্রিস্টাল প্য়ালেস ও আর্সেনাল । এরপরের দিন রয়েছে সাতটি ম্যাচ। ফুলহ্যাম বনাম লিভারপুল, বোর্নমাউথ বনাম অ্যাস্টন ভিলা, লিডস বনাম উলভস, লেস্টার বনাম ব্রেন্টফোর্ড, নিউক্যাস্টেল বনাম নটিংহ্যাম ফরেস্ট, টেনহ্য়াম বনাম সাউদাম্পটন, ও এভারটন বনাম চেলসি । ৭ আগস্ট মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ব্রাইটন। এদিনই লিগ অভিযান শুরু করবে গত মরশুমের চ্যাম্পিয়ন পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম ম্যাচ তাদের ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে। ২০২৩ সালের ২৮ মে শেষ হবে প্রিমিয়ার লিগের মরসুম।
