নারীরাও এবার আইপিএলে

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: মহিলাদের ক্রিকেটারদের নিয়ে ছয় দলের নারী আইপিএল। মুম্বাইয়ে অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত প্রকাশ্যে আনা হয়।বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এই বছর আবার নারীদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট করা হবে। এই তিন দলের টুর্নামেন্টটি ২০১৯ সালে শুরু হয়েছিল। যা আইপিএলের প্লে অফ ম্যাচগুলির সময় খেলা হয়েছিল। মাত্র কয়েকটি ম্যাচের এই টুর্নামেন্টটি গত বছর অনুষ্ঠিত হতে পারেনি। এখন এই আসরে সম্ভবত মে মাসে ম্যাচগুলিকে আয়োজন করা হতে পারে।পরিচালনা পরিষদের এক সদস্য ক্রিক বাজকে জানিয়েছেন,ছেলেদের আইপিএল চলার সময় এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে না। এই টুর্নামেন্টের খুঁটিনাটি বিষয় আগামী কিছু দিনে খুঁজে বের করা হবে। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে তিন দলের নারী ক্রিকেট লিগ আয়োজন করতে যাচ্ছে চলতি বছর থেকে। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও নারীদের টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে। সব মিলিয়ে নারীদের আইপিএল আয়োজন রীতিমতো সময়ের দাবি হয়ে পড়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।