মার্শের চোটে দিল্লি ক্যাপিটালসের কপালে চিন্তার ভ্রুকুটি 

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: এ বারের আইপিএলে প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেওয়ার সুখবর থাকলেও তাদের জন্য যথেষ্ট চিন্তার ভাঁজও রয়েছে। কোমরে চোট পেয়েছেন দলের অলরাউন্ডার মিচেল মার্শ। পাকিস্তান সিরিজ থেকে ইতিমধ্যেই সরে যাওয়ার সাথে আইপিএলেও তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।নিলামে ৬.৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস এবার দলে নিয়েছে অজি ক্রিকেটার মিচেল মার্শকে।অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ সোমবার বলেন, ‘অনুশীলনের সময় মার্শের হিপ-ফ্লেক্সরে চোট লেগেছে। আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু যা মনে হচ্ছে ওর পক্ষে ওয়ানডে সিরিজ খেলা সম্ভব হবে না। ফিল্ডিং ড্রিল করতে গিয়ে ওর চোট লেগেছে। ড্রিল করার সময় ও ঝুঁকে এক হাতে বল ধরতে গিয়েছিল। তখনই ও ব্যথা অনুভব করে।’ প্রাথমিক ভাবে জানা গিয়েছে ঊরুতে চোট পেয়েছেন মার্শ। মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেয়েও কিন্তু মার্শের চোট আপাতত চাপে আছেন দিল্লির কোচ রিকি পন্টিং এবং অধিনায়ক ঋষভ পন্থ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।