বিরোধীদের বিশৃঙ্খলা বাংলার বিধানসভায়

Spread the love

সংবাদ সংস্থা: গোটা বাজেট অধিবেশনের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা, এবং বিজেপির বিধায়ক শংকর ঘোষ, দীপক বর্মন এবং নরহরি মাহাতোকে সাসপেন্ড করলেন বিধানসভার স্পিকার। রামপুরহাট কাণ্ড নিয়ে তৃণমূল-বিজেপি বিধায়কদের মধ্যে ব্যাপক মারামারি জন্য এই সিদ্ধান্ত।ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তথ্য লুকানোর অভিযোগ তোলেন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য। উল্লেখ্য, রামপুরহাট গণহত্যা নিয়ে আজ উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভা। এই ঘটনাকে কেন্দ্র করে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের থামানোর চেষ্টা করেন। তখন বিক্ষোভের পারদ চরম সীমায় পৌঁছয়। ওয়েলে যুযুধান দুই শিবিরের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তার জেরে নাক ফাটে চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদারের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেরে নাক ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন বিধায়ক। পাল্টা জামা টেনে ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। মনোজ টিগ্গার অভিযোগ, শাসকদলের বিধায়করা ধাক্কা দেন। ঘুষি মারেন। এমনকী জানা টেনে ছিঁড়ে দেওয়া হয়। সোমবারই বিধানসভা অধিবেশনের শেষ দিন ছিল। সেখানেই উঠে আসে রামপুরহাট গণহত্যার ঘটনা। তাতেই রণক্ষেত্রের চেহারা নেয় বিধানসভা। এই হাতাহাতির জেরে ভেঙে যায় বিধানসভার লাইটও। ৩ দিনের জন্য পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং থেকেই মুখ্যমন্ত্রী এদিন ফোন করে বন্‌ধ আর বিধানসভার হইহট্টোগোল নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেন।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।