স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা (ছবি সৌজন্যে- সায়ন হাজরা): গানে গানে বলেছিলেন ছোটিসি হ্যায় জিন্দেগী…। সত্যিই কি এইটুকুই সফর ছিল তাঁর? মানছেন না ভক্তরা। কাশ্মীর থেকে কন্যাকুমারী- চোখ ভিজছে সকলের।জীবনের প্রতিটি বিচ্ছেদ ব্যথায় তাঁর গান, প্রত্যেক হৃদয় মোচড়ে তাঁর গলার সেই আবেদন। ১৯৭০ সালের ২৩ আগস্ট জন্মগ্রহণ করেন এই গায়ক। কে […]